সকল মেনু

এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করলেন- প্রধানমন্ত্রী

OLYMPUS DIGITAL CAMERAরিপন হোসেন,যশোর প্রতিনিধি:যশোরের শিক্ষাথীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। শনিবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর মুখোমুখি হন যশোরের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত তথ্য ও যোগাযোগ মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের সাথে কথা বলেন। এসময় তিনি ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীর শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের আর্শিবাদও করেন। এসময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, খান টিপু সুলতান এমপি, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রমুখ। এ বছর যশোর শিক্ষাবোর্ডর অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ৫১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১১ হাজার ১৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top