সকল মেনু

জমিজমা সংক্রান্ত মারামারিতে ৩ জন জখম

IMG-20130802-00758ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টায় কুড়িগ্রামের হরিকেশ কানীপাড়া গ্রামে জমি জমা সংক্রান্ত মারামারীতে ৩জন গুরুত্বর জখম হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় একই গ্রামের মোঃ জানু মিয়া (৫০) পিতা মৃত মোহাম্মদ আলীর সঙ্গে আসামী ১) মোঃ সৈয়দ আলী (৪৪) পিতা মৃত আছমত আলী ২) মোঃ আঃ রহিম পিতা ঐ ৩) মোঃ সাবুল্যা, পিতা ঐ ৪) মোঃ মমিনুল ইসলাম, পিতা মোঃ তাজু মিয়া ও ৫) মোছাঃ হাজিরন বেগম, স্বামী মোঃ সৈয়দ আলী দীর্ঘদিন ধরে জমি জমা লইয়া কোর্টে মামলা -মোকদ্দমা চলিয়া আসিতেছে। গত বৃহস্পতিবার দুপুর ১টায় আসামীগন হঠাৎ রামদা, বেকি, কাচি চাইনিজ কুড়াল ও সাইকেলে চেনসহ মারাক্তক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জানু মিয়ার দখলকৃত বাশ ঝাড় ও ইউকিলিপটাস গাছ কাটা শুরু করিলে ১) রানু মিয়া, পিতা মোহাম্মদ আলী ২) মোঃ মিটু মিয়া, পিতা নবীউল্যা ৩) আখি বেগম, স্বামী মোস্তাফিজার ৪) ইদ্রিস আলী পিতা বকিয়তুল্যা ৫) নজরুল ইসলাম, পিতা গরব তেলী বাধা প্রদান করিলে ১ নং আসামী সৈয়দ আলী রাম দা দিয়ে মিঠু কে মাথা মারিলে সে মাঠিতে নুটে পড়ে ৩ নং আসামী আঃ রহিম চাইনিজ কুড়াল দ্বারা মিটু মিয়াকে মাথায় কোপ মারিলে সেও মাটিতে নুটে পড়ে এবং ৩নং আসামী সাবুল্যা সাইকেলের চেনদ্বারা আখি বেগমকে বেধম মারপিট করে গলা চিপে ধরে মেরে ফেলার উপক্রম করে এবং ২নং আসামী আঃ রহিম জানু মিয়ার ঘরে ঢুকে ডেসিং টেবিলের ড্রয়ার খুলে নগত ১লক্ষ ৩০ হাজার নুটে নেয়। আহত দের আত্মচিৎকার স্থানীয় লোকজন ছুটে এলে আসামী গন পালাইয়া চলে যায়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিবাদী জানু মিয়া বলেন আসামী আবারও আমার পরিবাবের উপর আক্রমন করবে বলে হুমকি দিচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top