সকল মেনু

একই রাতে দু’ বাড়িতে ডাকাতি

imagesমোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে :নাটোর শহরের কানাইখালি ও আলাইপুরে দুটি বাড়িতে সশস্ত্র ডাকাত হানা দিয়ে নগদ টাকা, সোনার গহনাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতের ছুরিকাঘাতে এক গৃহকর্তী আহত হয়েছেন। অন্যদিকে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে মহলাবাসী। প্রথম ঘটনাটি ঘটে বৃহষ্পতিবার দিনগত রাত দুইটার দিকে শহরের কানাইখালি মহলার ব্যবসায়ী আলীম উদ্দিনের বাড়িতে। একদল ডাকাত বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে আলমারী, শোকেজ ভেঙ্গে নগদ দুই লাখ টাকা, সোনার গহনাসহ প্রায় ৫ লাখ টাকা নেয়। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তী রুখসানা বেগম গুরতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে প্রাচীর ডিঙ্গিয়ে পালিয়ে যাওয়ার সময় নাটোর শহরের তেবাড়িয়ার এলাকার আতিয়ার রহমানের ছেলে রমজান আলীকে আটক করেছে এলাকাবাসী । পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। অন্যদিকে, একই রাতে প্রায় একই সময়ে শহরের আলাইপুরে বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ আলীর বাড়িতে একদল ডাকাত পিস্তল, রামদাসহ সহ ঢুকে নানা অস্ত্রের মুখে নগদ ৫০ হাজার টাকা, সোনার গহনাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। নাটোর থানা পুলিশ ডাকাতি হওয়া উভয় বাড়ি পরিদর্শন করেছে। নাটোর থানার ওসি আসলাম হোসেন শুক্রবার বিকেলে এই প্রতিবেদককে বলেছেন, আলাইপুরের আহম্মদ আলীর বাড়ির ঘটনায় নাটোর থানায় দস্যুতা আইনে মামলা হয়েছে আর কানাইখালি মহলার ব্যবসায়ী আলীম উদ্দিনের স্ত্রী আহত হওয়ার কারনে তারা রাজশাহীতে আছেন, সেখান থেকে নাটোরে ফিরলে মামলা করা হবে। ডাকাতের সংখ্যা চারজন হওয়ায় ডাকাতি মামলা না নিয়ে নিয়ম অনুযায়ী দস্যুতা আইনে মামলা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top