সকল মেনু

পঞ্চগড়ে পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস

 ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: “রক্ত দিন জীবন বাঁচান” নিজে বাঁচবো অপরকে বাঁচাবো এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (১৪ জুন) সারা বিশ্বের ন্যায় পঞ্চগড়ে পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস- ২০১৭। “পঞ্চগড় ব্লাড ফাউন্ডেশন”এর উদ্দোগে সকাল ৯টায় বর্ণাঢ়্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে জন সচেতনতা মূলক অবস্থান, লিফলেট বিতরণ ও র‌্যালীর মাধ্যমে উক্ত দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন পঞ্চগড় এর সভাপতি মোঃ আঃ সাত্তার, জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান রেজা, মোঃ রঞ্জু ইসলাম রনি, সভাপতি, বাঁধন, বিজয় ৭১ হল ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় জোন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ তহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি মোছাঃ মনিরা আক্তার মনি (মাহি আক্তার), সাধারণ সম্পাদক, মোঃ আবু তালেব, সাংগঠনিক সম্পাদক, মোঃ আনিছুর রহমান সহ সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top