সকল মেনু

কুড়িগ্রামে তিনদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ শ্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত তিনদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। বিজ্ঞান ও উদ্ভাবনী কর্মকান্ডে জনগণের আগ্রহ সৃষ্টির মাধ্যমে তথ্য ও প্রযুক্তিভিত্তিক বিজ্ঞানমনস্ক জাতি গঠনের মহান ব্রতে জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদু ঘরের সহযোগীতায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ উৎযাপন উপলক্ষে কুড়িগ্রাম কলেক্টরেট স্কুল এন্ড কলেজে তিনদিন ব্যাপী এ প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। সমাপনি দিনে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম। জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন। পরে মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top