সকল মেনু

গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যকে ‘মূর্তি’ বললেন আইনমন্ত্রী

হটনিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারণ করা গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটিকে ‘মূর্তি’ হিসেবে অভিহিত করলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এই ‘মূর্তি’ সরানোয় ইসলামসহ সব ধর্মকে সম্মান করা হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘প্রজ্ঞা টোবাকো কন্ট্রোল জার্নালিজম অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি সরানোর ব্যাপারে প্রধান বিচারপতিই সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্তেই সেখান থেকে মূর্তি সরানো হয়েছে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী প্রতিবারই গ্রিক দেবীর ভাস্কর্যটিকে ‘মূর্তি’ বলে অভিহিত করেন। এসময় অপসারণ করা ভাস্কর্যটির সঙ্গে থেমিসের প্রকৃত ‘মূর্তি’র মিল নেই উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ‘ওই মূর্তি বিকৃত করা হয়েছে। এই বিকৃত জিনিস রাখতে চাই না, তাই সরানো হয়েছে। বিকৃত জিনিস রাখলে আগামী প্রজন্মের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হতো।’
এখন ওই ভাস্কর্যের স্থানে থেমিসের প্রকৃত ভাস্কর্য বসানো হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, ‘প্রকৃত মূর্তি বসানো হবে কিনা সে বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।’ মন্ত্রী বলেন, ‘এই মূর্তি অপসারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়নি বলে আমি মনে করি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top