সকল মেনু

কবি নজরুলকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

 হটনিউজ ডেস্ক : আজ ১১ জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় কবির সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সেই আয়োজনের সূচনা হয়। কবির জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাজারে ফুল দিয়ে কবিকে স্মরণ করছেন হাজারো নজরুল ভক্ত। ফুলফুলে ভরে উঠেছে কবির সমাধি।

বাংলা ভাষার কবিতাপ্রেমীদের কাছে নজরুল প্রেমের কবি, চির যৌবনের দূত; সেই সঙ্গে তিনি বিদ্রোহী, গৃহত্যাগী বাউণ্ডুলে।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিসৌধে ফুল দিয়ে কবিকে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

কবি পরিবারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তার দুই নাতনী খিলখিল কাজী ও মিষ্টি কাজী।

পরে খিলখিল কাজী বলেন, ‘বিশ্বজুড়ে চলমান এই নাশকতা, সহিংসতার সময়ে দাদুর মতো নির্লোভ, নির্ভীক ও সাহসী এক নায়কের দরকার ছিল। মানুষকে ভালোবাসাই ছিল দাদুর প্রধান আদর্শ। তিনি গোটা বাঙালি জাতির শির চির উন্নত করে গেছেন। গান, কবিতা বা রচনায় তিনি মানুষকে আলোকিত করতে চেয়েছেন।’

নজরুলের আদর্শকে জাতীয় জীবনে সঠিকভাবে ধারণ বা চর্চা করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ‘দাদু অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে শিখিয়ে গেছেন। কিন্তু আমরা কি তাকে সত্যি অনুধাবন করতে পেরেছি? চোখের সামনে ঘটে যাওয়া নানা অন্যায়ের বির“দ্ধে প্রতিবাদী হয়ে উঠে আমরা কি তার উত্তরসূরি হতে পেরেছি?’

সারা বিশ্বে নজরুলের রচনা ছড়িয়ে দিতে তার রচনাবলীর যথাযথ অনুবাদর ওপর গুরুত্ব আরোপ করেন খিলখিল কাজী। স্কুল ও কলেজ পর্যায়ের পাঠ্যসূচিতে নজরুল রচনা পাঠ আবশ্যক করার দাবি জানান তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি নজরুলও বাঙালির নিঃশ্বাসে, বিশ্বাসে মিশে আছেন। তিনি প্রাত্যহিক জীবনে ভীষণ প্রাসঙ্গিক।’

নজরুলের দেখানো অসাম্প্রদায়িক চেতনাবোধে উজ্জীবিত হয়ে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলতে পারলেই জাতীয় কবির প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে বলেও মনে করেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধ কিংবা আমাদের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে কবি কাজী নজরুল ইসলাম আমাদের নিরন্তর প্রেরণার উৎস। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থানের এই প্রেক্ষাপটে নজরুলকে আরও বেশি জানা-বোঝা ও অনুভব করার প্রয়োজন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নজরুল কেবল লেখনীতেই এই চিন্তাকে সীমাবদ্ধ রাখেননি। তিনি হাতে অস্ত্র নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন। তার কর্মজীবনে, চিন্তাচেতনায় আমরা সেই চিন্তার বহিঃপ্রকাশ দেখতে পাই।’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার সকালে নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন।

রিজভী বলেন, ‘বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নজরুলের শব্দমালা আমাদের প্রেরণার উৎস। আজকে যখন আমরা বাকরুদ্ধ, কথা বলতে আতঙ্কিত হই, ভয় পাই, তখন নজরুল আমাদের প্রতিবাদের প্রেরণা জোগান।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্য লড়াইয়ে কবি নজরুল আমাদের প্রেরণার উৎস হয়ে আছেন সবসময়।’

বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার, নজরুল ইনস্টিটিউট, শিশু একাডেমি, নজর“ল একাডেমি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকালে শ্রদ্ধা জানানো হয় নজরুল সমাধিতে।

সমাধিসৌধের পাশে ছিল আলোচনা পর্বের আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে আলোচনায় অংশ নেন। সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top