সকল মেনু

আপনারা যারাই বিদেশে যাচ্ছেন তাদের ওপর নজর রাখা সরকারের কর্তব্য’

হটনিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীপররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, ‘জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যারাই বিদেশে যাচ্ছেন- তাদের সবার ওপরে নজর রাখা সরকারের কর্তব্য।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরবে আসন্ন সফর উপলক্ষে আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকরা দেশবিরোধী কোনও কাজ করছে কিনা, সেটি নজরদারিতে রাখা এবং তাদের চিহ্নিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করার জন্য বুধবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি নির্দেশটি দেখিনি, তবে দেখবো।’ তিনি বলেন, ‘এ সার্কুলারের মানে এই নয় যে, সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
বাংলাদেশের মতো স্বাধীন গণমাধ্যম পৃথিবীর কম দেশেই আছে দাবি করে পাররাষ্ট্রমন্ত্রী বলেন, ’এখানে যা খুশি তাই লেখা হচ্ছে।”
তিনি বলেন, ‘বিদেশে গিয়ে কে কী করছে সেটি দেখা উচিত। যদি স্বার্থবিরোধী কিছু করে, তবে সেটাতে আপনাদের সমর্থন থাকা উচিত। আপনিতো উল্টোটি বলছেন।’

নির্দেশনায় শুধু সাংবাদিক কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শুধু সাংবাদিক না।’ এর মেকানিজম কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর মেকানিজম কী হবে সেটি দেখতে হবে কী লিখেছে।’

তিনি বলেন, ‘আমরা বিদেশি সাংবাদিকদের দাওয়াত দিচ্ছি। সবাই সব জায়গায় যাচ্ছে। কোনও বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। আপনারাও বিদেশে যাচ্ছেন, কোনও বাধা দেওয়া হচ্ছে না। কাউকে বাধা দেওয়া হলে আমাকে জানাবেন। আমি জানতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top