সকল মেনু

লিবিয়া ফেরত ১২ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব

হটনিউজ ডেস্ক: লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আইএমও-এর সহায়তায় অবৈধভাবে পাচারকৃত লিবিয়া ফেরত ১২ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব। বুধবার ভো‌রে এ ঘটনা ঘ‌টে। র‌্যা‌বের লিগ্যাল অ্যান্ড মি‌ডিয়া উইং‌য়ের সি‌নিয়র সহকারী পরিচালক এএস‌পি মিজানুর রহমান দ্য রিপোর্ট‌কে এ সব তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন। র‌্যাব-৩ এর সহকা‌রী পু‌লিশ সুপার (এএস‌পি) আরাফাত দ্য রি‌পোর্ট‌কে জানান, আমরা এর আ‌গে বেশ ক‌য়েকজন মানব পাচারকারী‌কে গ্রেফতার ক‌রে‌ছি। তা‌দের জিজ্ঞাসাবা‌দে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গে‌ছে। তারা অ‌নেক ভিক‌টি‌মের তথ্য জা‌নি‌য়ে‌ছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জা‌তিক অ‌ভিবাসী সুরক্ষা সংস্থা আইএমও-এর সহায়তায় অবৈধভাবে পাচার ভিক‌টিম‌দের লি‌বিয়া থে‌কে বাংলা‌দে‌শে ফেরত আনা হ‌য়ে‌ছে। বুধবার ভো‌রে ওই ১২ ভিক‌টিম রাজধানীর শাহজালাল বিমানবন্দ‌রে পৌ‌ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top