সকল মেনু

ইতালির বিমান বাহিনী প্রধানের সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

হটনিউজ ডেস্ক: ইতালির বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এনজো ভেসিয়ারেল্লি এর আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি সফরসঙ্গীসহ মঙ্গলবার (১৬-০৫-২০১৭) সেদেশের বিমান বাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন এবং বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তারা পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। সফরকারী দলটি ইতালির বিমান বাহিনীর উড্ডয়ন প্রশিক্ষণ শাখা ও র‌্যাডার মেরামত ইউনিটসহ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করেন। এছাড়াও সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীকে হেলিকপ্টার প্রদানকারী ইতালীয় কোম্পানীদের মধ্যে উল্লেখযোগ্য লিওনার্দো কোম্পানীর বিভিন্ন স্থাপনা ও কর্মকান্ড পরিদর্শন করবেন।

 উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সফরসঙ্গীসহ ০৩ দিনের এক সরকারী সফরে ইতালিতে রয়েছেন। ইতালির বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর সফরকারী দলের প্রতি খুবই আন্তরিকতা প্রকাশ করেন। বিমান বাহিনী প্রধানের ইতালি সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top