সকল মেনু

নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স

হটনিউজ ডেস্ক : দক্ষিণ এশীয় স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’য়ের সফল উৎক্ষেণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ভারতের উদ্যোগে ২০১৪ সালে সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এই উপগ্রহে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। পাকিস্তান ছাড়া সার্কের অন্যান্য দেশগুলো এতে যুক্ত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শুক্রবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন জোট নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে এতে অংশ নেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে স্যাটেলাইট’।

সার্কভূক্ত অন্য দেশের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেন দিল্লি থেকে। এছাড়াও আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানের রাষ্ট্র প্রধানরা তাদের নিজ নিজ দেশ থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top