সকল মেনু

সরকারের উন্নয়নের কথা ইতিহাসে স্বার্ণাক্ষরে লেখা থাকবে-রেলপথমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি: রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামীলগ সরকারের উন্নয়নের কথা চৌদ্দগ্রামের ইতিহাসে স্বার্ণাক্ষরে লেখা থাকবে। আওয়ামীলীগ ক্ষমতায় এরে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী ধোকাবাজীতে বিশ্বাসী নয়। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। খালেদা জিয়া কোন উপায় না পেয়ে এখন অপপ্রচার করে বেড়াচ্ছে। বিএনপি আজিবন নালিশ করেই বেড়িয়েছে তবে জনসমর্থন অর্জন করতে পারেনি। এদের সকল কৌশল দেশের সর্বস্তরের মানুষ বুঝে গেছে তাই তাদের কেনা প্রকার গ্রহনযোগ্যতা নেই।

মন্ত্রী শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কনকাপৈত ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দীন বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে বিশ্ব নেতৃবৃন্দ আজ হতবাক। তারা এখন শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে বলে ফলো শেখ হাসিনা ফলো বাংলাদেশ। মন্ত্রী এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা মনে রেখে ২০১৯ সালে জনগণকে আবারও আ’লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার আহব্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়াম্যান এ বি এম এ বাহার, উপজেলা যুবলীগ নেতা শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাপর ইকবাল, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন খেরশেদ, বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন মজুমদার প্রমুখ।
পরে মন্ত্রী স্কুলের নতুন ভবনের উদ্ভোধন করেন। এবং পরে একই ইউনিয়নের ভুলকারা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষর্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top