সকল মেনু

যুক্তরাষ্ট্র সব দলের সঙ্গে কথা বলতে আগ্রহী

হটনিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য ইসলামী দল সহ সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও একে একে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বার্নিকাট বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিষয়ে আমাদের সরকারকে ধারণা দিতেই আমরা (দূতাবাসের কর্মকর্তারা) এখানে আছি।’

ইসলামী দলগুলো সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যত বেশি সম্ভব মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয়, বাংলাদেশের রাজনৈতিক চিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া। বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র কখনোই সহায়তা বন্ধ করেনি।’

নতুন নির্বাচন কমিশনকে সহায়তার বিষয়ে বার্নিকাট বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনের একটি প্রকল্পে আমরা সহায়তা দিয়েছিলাম। এখন নতুন কমিশন এবং সরকার সহায়তা চাইলে আমরা তা বিবেচনা করে দেখবো।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ অসন্তোষ প্রকাশ করেছিল। ওই নির্বাচনের পর নির্বাচন কমিশনের নতুন কোনও প্রকল্পে সহায়তা দেয়নি যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top