সকল মেনু

রাজস্ব আদায় করতেই বল্গাহীনভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি: বিএনপি

হটনিউজ ডেস্ক: আগামী ১ মার্চ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী হিসেবে আখ্যা দিয়ে এই সিদ্ধান্ত জনগণ মানবে না বলে জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বল্গাহীনভাবে রাজস্ব আদায় করতেই সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। এই মূল্যবৃদ্ধির কারণে অল্পসময়ের মধ্যেই বিদ্যুতের দাম আবারও বাড়ানো হতে পারে।’ বৃহস্পতিবার রাত আটটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোনও কর্মসূচি দেওয়া হবে কিনা, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কর্মসূচির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের আনুকূল্যতুষ্ট ব্যবসায়ীদের এলপিইজি আমদানির সুযোগ করে দিতেই একটি লাইসেন্সরাজ প্রতিষ্ঠা করতে চাইছে সরকার। এর ফলে প্রতিযোগিতাহীন বাজারে কিছু মুখচেনা ব্যক্তি অনার্জিত মুনাফা গুনবেন। জনগণ শোষণের যাঁতাকলে নিষ্পেষিত হবে।’ তিনি দাবি করেন, ‘এই অযৌক্তিক সিদ্ধান্ত মানতে গিয়ে একদিকে গ্যাসখাতের উন্নয়ন ব্যাহত হচ্ছে, অন্যদিকে জনগণের ওপর বর্ধিত দামের চাপ পড়ছে। আসলে সরকার রাজস্ব ঘাটতি পূরণ করতে গিয়েই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সব ক্ষেত্রে করের বোঝা বৃদ্ধির অপচেষ্টায় মেতে উঠেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বলা হচ্ছে উচ্চমূল্যে গ্যাসের আমদানির কারণে গ্যাস সরবরাহ ব্যয় আগামীতে বাড়বে। তবে এই জন্য গ্যাসের আগাম দামবৃদ্ধির কোনও সুযোগ নেই।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত অযৌক্তিক, নৈতিকতাবিহীন। এতে দেশের অর্থনীতি ভয়াবহ চাপে পড়বে।’  এ সময় তিনি অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সরকারের নানা সময়ে বৃদ্ধি করা গ্যাসের মূল্য বিষয়ে তথ্য দেন। গত আগস্টে বিইআরসিতে গণশুনানি হয়েছিল, ওই শুনানি আবারও গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু সে শুনানিও অনুষ্ঠিত হয়নি। শুনানি এড়িয়ে গ্যাসের দাম বাড়ানোয় সরকারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব।  তিনি বলেন, ‘গণশুনানীতে দামবৃদ্ধির বিষয়টি অগ্রহণযোগ্য হলেও উচ্চমূল্যে আগামী এলএমজি আমদানির অজুহাতে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। এর পেছনে এলপিইজি আমদানির কারণ রয়েছে। বাস্তবে এলপিইজির দাম হ্রাস পেয়েছে।

কানাডার আদালতের রায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ প্রতিবেদককে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলা যাবে। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top