সকল মেনু

মার্চের শেষ সপ্তাহে সৈয়দ শামসুল হকের নাট্যোৎসব

কুড়িগ্রাম প্রতিনিধি: আগামী মার্চের শেষ সপ্তাহে কুড়িগ্রামে অনুষ্ঠিত হচ্ছে সৈয়দ শামসুল হক নাট্যোৎসব ২০১৭।কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম এর উদ্যোগে প্রচ্ছদ মিলনায়তনে কুড়িগ্রামের সূধিজনদের নিয়ে  অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সূধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহ-সভাপতি চাষী করিম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, উদীচী কুড়িগ্রাম এর সভাপতি মানিক চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাঈদ হাসান লোবান, পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, মাসুদুর রহমান মাসুদ, আনিছুর রহমান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সাতকড়ি রায় নিলু, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, প্রচ্ছদ কুড়িগ্রাম এর সহ-সভাপতি ইমতে আহসান শিলু, আশিষ বকসী, সহ-সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তরফদার, সংগঠক জুলিয়াইয়াসমিন রতœা প্রমূখ।
সভায় আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে প্রচ্ছদ কুড়িগ্রাম এর  উদ্যোগে কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে  দেশ বরেণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রাম পুত্র সৈয়দ হক স্বরণে সৈয়দ শামসুল হক নাট্যোৎসব ২০১৭ আয়োজনের সিদ্ধান্ত হয়। উৎসব সফল করতে কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলীকে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক খান মোঃ নূরুল আমিন কে সভাপতি ও প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি উৎসব কমিটি গঠন করা হয়। উৎসবে ভারতের কোলকাতার নাট্যদল কল্যাণী নাট্যো চর্চা কেন্দ্র সৈয়দ হকের সাড়া জাগানো নাটক নুরুল দিনের সারাজীবন মঞ্চস্থ করবে বলে এছাড়াও প্রচ্ছদ কুড়িগ্রাম ও ঢাকার একটি নাট্যদল সহ ৫টি বিভাগীয় নাট্যদল এ উৎসবে অংশ নেবে বলে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top