সকল মেনু

সাগরদাঁড়ির মধুমেলায় ভ্রাম্যমান আদালতে ৯ জুয়াড়ীর কারাদন্ড

 মেহেদী হাসান, কেশবপুর (যশোর) থেকে: কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলায় ভ্রাম্যমান আদালত ৯ জুয়াড়ীকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরে নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সাগরদাঁড়িতে মধুমেলায় জুঁয়া খেলার অপরাধে খুলনা সদরের কাশিম শেখের পুত্র মোহাম্মদ আলী শেখ (৩৮), পিরোজপুর সদর উপজেলার আব্দুল মান্নানের পুত্র রফিকুল ইসলাম (৩২) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বোয়াখোলা গ্রামের চুন্ন শেখের পুত্র মিন্টু শেখ (৩২), যশোর কোতয়ালি থানার দূর্গাপুর গ্রামের সিদ্দিক মোল্যার পূত্র রবিউল ইসলাম (৩৫), একই থানার সুজনপুরের মৃত কাজী সৈয়দ আহম্মেদের পূত্র আবুল কালাম আজাদ (২৭), ডুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মৃত হাতেম আলী শেখের পূত্র হারম্নন শেখ (৪৪), একই উপজেলার হাতকড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের পূত্র ইকরামূল হক বিশ্বাস (৫০), একই উপজেলার ফার্মপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পূত্র দুলাল হোসেন (৩৫) ও পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের আব্দুর রউফ সরদারের পূত্র শরিফুলস্ন্যাহ (১৯) কে ১ মাস করে কারাদন্ড প্রদান করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top