সকল মেনু

প্রতিবন্ধীদের আবাস হতে যাচ্ছে হিটলারের জন্মস্থান

67707324f661a671b2320e31641a3a84-5853b0a2d14ceআন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : বিশ শতকে উগ্র জার্মান জাতীয়তাবাদের আচ্ছন্নতায় যিনি ফ্যাসিবাদী নৃশংসতার এক ভয়াবহ নজির স্থাপন করেছিলেন, সেই এডলফ হিটলারের জন্মবাড়িটি প্রতিবন্ধীদের বাসস্থানে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই সিদ্ধান্তের খবরটি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়েছিল, পার্লামেন্টের এমপিরা ওই বাড়িটি জব্দ করার পক্ষে ভোট দিয়েছেন। অস্ট্রিয়ার সরকারকে বাড়িটি জব্দ করার ক্ষমতা দিয়ে আইন পাস করার পরদিন এই ঘোষণা এল।

শান্তির পক্ষের মানুষদের কারও কারও আশঙ্কা, নব্য-নাৎসিদের তীর্থস্থানে পরিণত হতে পারের হিটলারের জন্মভিটে। তা ঠেকাতে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার দাবিও রয়েছে দীর্ঘদিন ধরে রয়েছে। খোদ দেশটির স্বরা্ষ্ট্রমন্ত্রী ওয়েফগ্যাং সবোতকা এই দাবির পক্ষে ছিলেন। তবে কেউ কেউ মনে করেন, বাড়িটি ভেঙে ফেললে বিলুপ্ত হবে অস্ট্রিয়ায় নাৎসী ইতিহাসের স্মৃতিচিহ্ন। বাড়িটির বর্তমান মালিক গার্লিন্ডে পোমার বরাবরই এটি বিক্রি বা সংস্কার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

বিবিসির খবর অনুযায়ী, শেষ পর্যন্ত বৃহস্পতিবার ব্রাউনাউয়ের মেয়র ইয়োহানেস ওয়েইবাচা এবং প্রাদেশিক গভর্নর ইয়োজেফ পিউরিঙ্গার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সবোতকা বৈঠক করে বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এক বিবৃতিতে এই তিন কর্মকর্তা জানান, “জীবনের একটি সত্য বার্তা” স্বপক্ষে এবং “হিটলারের অপরাধের বিরুদ্ধে একটি সুস্পষ্ট প্রতীক” হিসেবে এটি সংরক্ষণের পক্ষে তারা দাঁড়িয়েছেন। ইতিহাসে চোখ ফেরালে জানা যায়, ১৮৮৯ সালের এপ্রিলে জার্মান সীমান্তের ছোট্ট অস্ট্রীয় শহর ব্রাউনাউ অ্যাম ইন-এর এই তিনতলা বাড়ির সবচেয়ে উপরের তলায় একটি ভাড়া-কক্ষে জন্ম হয় হিটলারের। গভর্নর পিউরিঙ্গার মনে করেন, নাৎসি একনায়কের সেই জন্ম-ঘরটি ধ্বংস করলে ‘ইতিহাসের একটি অংশকে ছিন্ন’ করার অভিযোগ জোড়ালো হবে।

এর আগে রাশিয়ার একজন এমপি বাড়িটি কিনে নিয়ে তা ধ্বংস করে ফেলার প্রস্তাব দিলেও বাড়ির মালিক পোমার বিক্রি করতে রাজি না হওয়া ওই উদ্যোগ ব্যর্থ হয়। কোনও এক সময় একটি স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান এই বাড়িটি প্রতিবন্ধী মানুষের ওয়ার্কশপ হিসেবে ব্যবহারও করেছে। বাড়ি জব্দে সরকারকে ক্ষমতা দিয়ে পার্লামেন্টে আইন পাসের মধ্যদিয়ে এই স্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে সরকার ও এর মালিকের মধ্যে চলা বিরোধের অবসান হয়। তবে শুরু থেকেই বাড়িটি ধ্বংসের বিপক্ষে থাকা মালিক পোমার সরকারের কাছে বাড়ি জব্দের ক্ষতিপূরণ পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top