সকল মেনু

কলকাতায় ‘বাংলাদেশ বিজয় উৎসব’ উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী

1be2b96491aeb41c7171c3cf0a0deb19হটনিউজ২৪বিডি.কম : আগামীকাল বৃহস্পতিবার থেকে কলকাতায় পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ বিজয় উৎসব’ শুরু হচ্ছে। কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে যোগ দিতে শিল্পমন্ত্রী বুধবার বিকেলে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এ উৎসবের আয়োজন করেছে।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, শিল্পমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন সংসদ সদস্য কামরুল ইসলাম পোটন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ি, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু বা হস্তশিল্পসহ অন্যান্য ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনও থাকবে। এছাড়া, ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার যেমন-খিচুড়ি, বিরিয়ানি, গ্রাম বাংলার পিঠা পুলি, সন্দেশ ইত্যাদি হবে উৎসবের বিশেষ আকর্ষণ।

এতে অংশগ্রহণের ফলে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।

উৎসবে যোগদান শেষে ১৬ ডিসেম্বর শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top