সকল মেনু

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

a3cade74d0f5c8f6645de74d24e7c504-57520fa67410b-1হটনিউজ২৪বিডি.কম : একদিন বন্ধের পর আবারও পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে হিলি স্থলবন্দরে। বুধবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে বন্দরের ভেতর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে চলে যায়।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম হটনিউজ২৪বিডিকে বলেন, ‘মঙ্গলবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে হিলি কাস্টমসে পণ্য আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ ছিল। বুধবার ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আবারও শুরু হয়।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top