সকল মেনু

অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সরকার আন্তরিক: রাজশাহীতে ভূমিমন্ত্রী

unnamedহটনিউজ২৪বিডি.কম : ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাড় করাতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি দেশের অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সকলকে সদিচ্ছা, সেবার মনোভাব এবং দেশপ্রেমবোধে উদ্বুদ্ধ হয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী শরীফ ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আদায় কার্যক্রমকে সফল করার জন্য সকলকে সর্বোচ্চ ন্যায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। মন্ত্রী বলেন, প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উদ্দেশে ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড মোট অভ্যন্তরীণ রাজস্ব আয়ের প্রায় ৮৬ ভাগ আদায় করে থাকে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সরকার প্রথম ৭৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। এ বাজেটের আকার এখন ৩৪০ গুণ বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী আরও বলেন, বিভিন্ন সময়ে দেশে অবৈধ, সামরিক ও অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশের অর্থনীতি ও প্রবৃদ্ধি অর্জন কাক্সিক্ষত মাত্রায় অর্জিত হয়নি। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে পরনির্ভরশীলতার গন্ডি থেকে বের করে স্বনির্ভরতার দিকে নিয়ে যাচ্ছে। মন্ত্রী ভ্যাট বিষয়ে করদাতাদের সচেতনতা বৃদ্ধি এবং কর্মকর্তাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, ভ্যাট ভোক্তা বা জনগণ দেয়। ব্যবসায়ী তার লভ্যাংশ থেকে দেয় আয়কর। তিনি বলেন, সরকারি কোষাগারে জমা হওয়া সকল অর্থ জনগণ বহন করে। জনগণের এ অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ভ্যাট আহরণের সময় ব্যবসায়ী বা জনগণ যাতে কোন অনাকাক্সিক্ষত ভোগান্তির মধ্যে না পড়ে সে বিষয়ে ভ্যাট প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, করদাতারা দেশের সম্মানীত নাগরিক। তাদের পুরস্কার দিয়ে সম্মানীত করছে সরকার। পরে মন্ত্রী সর্বোচ্চ মূসক পরিশোধকারী ১৮টি প্রতিষ্ঠানকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করেন।

রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য ড. মাহবুবুর রহমান, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মো. দবির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ ২০১৬’র উদ্বোধন করেন। মন্ত্রীর নেতৃত্বে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top