সকল মেনু

‘অধিকারের কথা মুখে বললে হবে না, আদায় করে নিতে হবে’

b73be59ec5ff74548ea2f597e8438f35-583e9bae527ccহটনিউজ২৪বিডি.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারীদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছি। সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের অধিকার দাও- একথা মুখে বললে হবে না। অধিকার আদায় করে নিতে হবে।’ নারীদের কর্মমুখী হওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

বেগম রোকেয়ার উদ্বৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের পায়ে দাঁড়িয়ে মুক্তি অর্জন করতে হবে। আর শিক্ষাই হচ্ছে তার সোপান। একটু সুযোগ পেলে মেয়েরা মেধার পরিচয় দিতে পারে।’

তিনি বলেন, ‘মেয়েরা ভালোভাবে প্রশাসন চালাতে পারে। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রেখে চলেছে। মেয়েরা সশস্ত্র বাহিনী থেকে শুরু করে খেলাধুলা সব ক্ষেত্রে ভালো করছে। শিক্ষা ক্ষেত্রে মেয়েরা এগিয়ে গেছে। স্কুল-কলেজে এখন মেয়ে শিক্ষার্থী বেশি। ছেলেদের সংখ্যা কম। ছেলেদের কিভাবে এগিয়ে আনা যায় সেটা ভাবতে হচ্ছে। ছেলেদের আরও এগিয়ে আসতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘জেন্ডার সমতা নিয়ে যারা কথা বলেন, তাদের বলি, আমাদের দেশে ঘটনা কিন্তু উল্টো। সংসদের উচ্চ চারটি পদে নারীর অবস্থানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।’

বাংলাদেশে নারী ক্ষমতায়নের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশ নারী উন্নয়নের রোল মডেল। নারী রাজনীতিতে বাংলাদেশে বিশ্বে সপ্তম।’

যৌতুক, বাল্য বিবাহ, নারীর প্রতি সহিংসতা বন্ধসহ নারীর কর্মসংস্থান, ক্ষমতায়নের সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল থেকে নারীর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জনপ্রতিনিধি নির্বাচনে কোটা নির্ধারণসহ নারীর ক্ষমতায়নের সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মেয়েদের কোনও অবস্থান ছিল না। মেয়ে সচিব, কর্মকর্তা ছিল না।’

বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি নারীর জন্য মুক্তির দূত হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত আর্বিভূত হয়েছিলেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top