সকল মেনু

ঢালাওভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ না নিতে সংসদীয় কমিটির পরামর্শ

36a48b3d0170eea93a83516c75fde9b5হটনিউজ২৪বিডি.কম : ঢালাওভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ না নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি তাদের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ ও কম সংখ্যক মেলায় অংশ নিতে বলেছে।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু অংশগ্রহণ করেন।

বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে।

বৈঠকে জানানো হয়, ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানির পরিমাণ ছিল ৩৪ হাজার ২৫৭ মিলিয়ন মার্কিন ডলার। পাদুকা ও চামড়াজাত পণ্য বাংলাদেশর দ্বিতীয় সর্বোচ্চ রফতানি পণ্য। চামড়াশিল্পকে ১৬ দশমিক ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হলে ২০২১ সাল নাগাদ পাদুকা ও চামড়াজাত পণ্যের রফতানি ৬ বিলিয়ন ডলার হবে বলে আশা প্রকাশ করা হয়।

চামড়াজাত ও পাদুকাশিল্পকে আরও নগদ প্রনোদনা দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্বল করার পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top