সকল মেনু

পাহাড়ের কৃষিপণ্য রফতানিযোগ্য করতে সরকার আন্তরিক: বাণিজ্য সচিব

b2c8e35f260d70eeed29978514a46c1c-5838adc62e311হটনিউজ২৪বিডি.কম : পাহাড়ের কৃষিপণ্য উৎপাদন ও রফতানিযোগ্য করতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘পাহাড়ে কৃষিপণ্য উৎপাদনের প্রচুর সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার কৃষকদের প্রতি খুব আন্তরিক।’

শুক্রবার সকালে বান্দরবানের থানচি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় সেমিনারে স্থানীয় বক্তারা বলেন, ‘সীমান্তের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে, এতে দুর্গম অঞ্চলে অধিবাসীরা বাণিজ্যিকভাবে রফতানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করবে। এছাড়া দুর্গম থানচি উপজেলা উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ যৌথ আয়োজনে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওবাইদুল আজম, বিজনেস প্রমোশন কাউন্সিল (কো-অর্ডিনেটর) যুগ্ম সচিব ফকির ফিরোজ আহম্মদ, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, কৃষি বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন, বাংলদেশ অর্গানিক প্রোডাক্টস্ ম্যানুষফ্যাকচারার্স অ্যাসোসিশন প্রেসিডেন্ট মো: আবদুস ছালাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top