সকল মেনু

আহসান উল্লাহ হত্যা মামলায় খালাস পাওয়া জাহাঙ্গীর মুক্ত

543af7f2d22969128d46561c8c3d896c-575ff73b0386bহটনিউজ২৪বিডি.কম : গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া জাহাঙ্গীর আলম ওরফে বড় জাহাঙ্গীর মুক্তি পেয়েছেন। সে টঙ্গীর গোপালপুর এলাকার নূর হোসেনের ছেলে। রবিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-১ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার,পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা হটনিউজ২৪বিডিকে জানান, ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে বিচারিক আদালত ফাঁসির আদেশ দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে ১২ বছর পর তাকে মামলা থেকে খালাস প্রদান করা হয়। বৃহস্পতিবার আদালতের কাগজপত্র কারাগারে আসলে তা যাচাই-বাছাই শেষে রবিবার বিকেল পৌণে ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, পার্ট-১ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।’

জানা গেছে, একই মামলায় চলতি বছরের গত ১২ সেপ্টেম্বর ৩০ বছর সাজাপ্রাপ্ত দুই আসামি উচ্চ আদালতে আপিল করলে ১২ বছর সাজা শেষে তাদের খালাস দেওয়া হয়। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আব্দুল বারেকের ছেলে আয়ুব আলী।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top