সকল মেনু

মারাদোনার ফোনে মন ভালো হলো মরিনহোর

7af0458f85880da88ea123bd1ff6c040-5831696f6a0e9খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : প্রতিপক্ষ যখন আর্সেনাল ও আর্সেন ওয়েঙ্গার, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর মনে অন্যরকম এক উত্তেজনা কাজ করছিল। হুয়ান মাতার গোলের দল এগিয়ে যাওয়ার পর সেটা আরও বেড়ে যায়। শনিবার ঘরের মাঠে গানারদের বিপক্ষে ওই গোলে জয়ের স্বপ্ন দেখছিল ম্যানইউ। কিন্তু অলিভার জিরদ সব মাটি করে দিলেন সমতাসূচক গোল করে। যেই ড্রকে সংবাদ সম্মেলনে হারের সমান বলেছিলেন মরিনহো। একরাশ হতাশা চেপে বসেছিল তার মনে। কিন্তু হতাশা-বিষণ্নতা সব চলে গেল এক ফোন কলে, আর্সেনালের সঙ্গে ড্রর পর মরিনহোকে ফোন করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনা।

ওল্ড ট্রাফোর্ডে টানা তৃতীয় ড্রয়ের পর প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নেমে গেছে ম্যানইউ। তবে আর্সেনালের বিপক্ষে জয়বঞ্চিত হওয়াটা বেশি কষ্টের ছিল পর্তুগিজ কোচের। কিন্তু জয় উৎসব করতে না পারলেও ৫৬ বছর বয়সী আর্জেন্টাইন গ্রেটের ফোনে মন ভালো হয়ে গেছে মরিনহোর। মারাদোনার আলিঙ্গনে সিক্ত একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে ম্যানইউ কোচ লিখেছেন, ‘সেরা একটি পারফরম্যান্স করেও খারাপ ফলাফল, কিন্তু এরপর দিয়েগোর (মারাদোনা) কাছ থেকে ফোন কল পেলাম আমি; ধন্যবাদ বন্ধু। তোমার, আমার পরিবার, অন্য বন্ধু, আমার খেলোয়াড় ও ইউনাইটেডের চমৎকার সমর্থকদের সমর্থন নিয়ে সোমবার আমি আবারও প্রস্তুত থাকব।’

তবে ড্রর পর এমন ইতিবাচক ছিলেন না মরিনহো। সংবাদ সম্মেলনে তিনি ছিলেন বিধ্বস্ত চেহারায়, ‘শেষ পর্যন্ত আর্সেনালের বিপক্ষে আমি হেরেই গেলাম। আমার মনে এমন অনুভূতিই হচ্ছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top