সকল মেনু

ওসমানী বিমানবন্দরে ৯ কেজি সোনা উদ্ধার

gold_45199হটনিউজ২৪বিডি.কম : সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৩০০ গ্রাম ওজনের ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টম বিভাগ।

আজ বুধবার সকালে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বারগুলো উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, আজ সকালে বাংলাদেশ বিমানের ২২৮ নম্বর ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর পর বিমানের পাইলট একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি কাস্টম বিভাগকে জানালে তারা সোনার ব্যাগটি উদ্ধার করে। সোনার বারগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি টাকারও বেশি।

তিনি আরো বলেন, কে বা কারা এই সোনার চালান এনেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top