সকল মেনু

এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

3f18866acf973340d2a6e2e5e1a47e20-narsingdiহটনিউজ২৪বিডি.কম : নরসিংদীর বেলাবতে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এসব অভিযোগের সত্যতাও খুঁজে পেয়েছে।

অভিভাবক ও পরীক্ষার্থীসহ উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলাব উপজেলায় ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে এক থেকে দেড় হাজার অতিরিক্ত টাকা আদায় করছে। এসব বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক নির্ধারিত বোর্ড ফি নেওয়ার নির্দেশ অমান্য করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক নির্ধারিত অতিরিক্ত ফি আদায় করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি মানবিক ও বাণিজ্য বিভাগে এক হাজার ৭২৫ টাকা ও বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৮২৫ টাকা। তবে এ নিয়ম অমান্য করে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক নির্ধারিত ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা আদায় করছে।

এ ব্যাপারে কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুবায়েত হোসেন বলেন, ‘অনেক গরীব শিক্ষার্থীদের অনেক ছাড় দিতে হচ্ছে। ফলে শিক্ষক সমিতির সিদ্ধান্ত মোতাবেক প্রতি ফরম পূরণে স্বচ্ছলদের কাছ থেকে দুই থেকে তিনশ টাকা বেশি নেওয়া হচ্ছে।’

উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান কিরন বলেন, ‘অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে শিক্ষক সমিতি আলাদাভাবে কোনও সিদ্ধান্ত দেয়নি। অনেক ক্ষেত্রে বকেয়া বেতন, কোচিং ফি ও অন্যান্য কারণে একটু বেশি টাকা নেওয়া হচ্ছে।’

বেলাব উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুল রহমান বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফরম পূরণে অতিরিক্ত ফি নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অতিরিক্ত ফি আদায়ে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top