সকল মেনু

ডোনাল্ড ট্রাম্প বেতন নেবেন না, হোয়াইট হাউসেও থাকবেন না

trumpabnews24_44684হটনিউজ ডেস্ক : বেতন নেবেন না, এমনটাই ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এক ডলারও বেতন নেবেন না তিনি। আমেরিকার প্রেসিডেন্টের বেতন ৪ লক্ষ ডলার প্রসঙ্গে ২০১৫ সালেই তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট হই, তাহলে কোনও বেতন নেব না।

অন্যদিকে, হোয়াইট হাউসেও সবসময় থাকবে না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। জয়ী হওয়ার পর তিনি জানিয়েছে, কিছু সময় ম্যানহাটানে নিজের অ্যাপার্টমেন্টেও থাকবেন তিনি। কারণ তার বিলাসবহুল বাড়িটি ভীষণ প্রিয়। ২৪ ক্যারাট সোনা আর মার্বেলে মোড়া সেই বাড়ি। যার নাম ট্রাম্প টাওয়ার। তাই কতদিন হোয়াইট হাউসে থাকতে হবে তাকে, তাই নিয়ে আলোচনা শুরু করেছেন ট্রাম্প। যখনই পারবেন তিনি নিউ ইয়র্কে থাকতে চান।

যদিও মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে যাবেন। কিন্তু তাদের ছেলে ব্যারন মাঝপথে স্কুল ছেড়ে কিভাবে যাবেন সেটা এখনও ঠিক হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top