সকল মেনু

নাটোরে নিবিরভাবে মেশিনে ধানের চারা রোপন শুরু

NATORE-25.07.13-2মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে:নাটোরে নিবিরভাবে মেশিনে ধানের চারা রোপন শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার দিয়ার সাতুড়িয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমে উদ্বোধনের সময় নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রহমত উল্লাহ বলেন, নতুন ধরনের এই প্রযুক্তি নাটোরে এটাই প্রথম। এই প্রযুক্তির মাধ্যমে ধান চাষ করা হলে সার্বিক খরচ শতকরা ৩৫ ভাগ কম হওয়ায় কৃষকরা লাভবান হবেন। চারা রোপনের এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাটোর সদর উপজেলা কৃষি অফিসার মোজদার রহমান, প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান কর্মকর্তা ড. এবিএম জিয়াউর রহমান এবং সিনজেনটা বেসরকারী কোম্পানীর প্রতিনিধি মোঃ আব্দুস সালাম। কৃষি সম্প্রসারণ বিভাগের সহায়তায় প্রাণ এগো এবং সিনজেনটা কোম্পানী সাতুড়িয়া গ্রামে চুক্তিবদ্ধ ভাবে স্থানীয় কৃষকদের কাজ থেকে লীজ নেয়া মোট ৪১ বিঘা জমিতে মেশিন দিয়ে বিআর-৩৪ জাতের ধানের চারা রোপন করে দিচ্ছে। এই চাষের আওতাভূক্ত কৃষক রুহুল আমিন জানান, তিনি চার হাজার টাকা বিঘা হিসেবে মোট সাড়ে তিন বিঘা জমি চার মাসের জন্য এই প্রকল্পে লীজ দিয়েছেন। একইভাবে আব্দুল জলিল ১০ বিঘা এবং শফিউর রহমান দুই বিঘা জমি লীজ দিয়েছেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top