সকল মেনু

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

8877d1831a0806048f844d2854f66275-57d2d9cf999e2হটনিউজ২৪বিডি.কম : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর সীমান্তের ১৫১/১০(এস) সীমান্ত পিলার সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ওপারে নোম্যান্সল্যান্ডে এ বৈঠক শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক চলে।

পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে ১৫ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম (পিএসসি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালবাগ ৪৩ বিএসএফ কমান্ডেন্ট ডিআইজি সত্যেন্দ্র নাথ মিশ্র।

বৈঠকে অবৈধ অনুপ্রবেশ রোধ, বাংলাদেশিদের দেখামাত্র গুলি না করা, চোরাচালান প্রতিরোধ, কাঁটাতারের বেড়া রক্ষাবেক্ষণসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top