সকল মেনু

ছক্কা মারতেই পছন্দ করেন মেহেদী মারুফ

534b11a46f3f4d62b7f9a270a5a1c1a0-5822106e71a15খেলা ॥ হটনিউজ২৪বিডি.কম : ‘আমি ছয় মারতেই বেশি পছন্দ করি’-কথাটা ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফের। মঙ্গলবার তার মারকুটে ব্যাটিংয়েই ঢাকা ৮ উইকেটে জয় লাভ করে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই মেহেদী মারুফের বিস্ফোরক ইনিংস। এমন ইনিংস খেলার পর ম্যাচ সেরার পুরস্কারটাও পেয়ছেন ২৪ বছর বয়সী এই তরুণ।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসে মেহেদী মারুফ বলেছেন, ‘আমি ছয় মারতে বেশি পছন্দ করি। টি-টোয়েন্টিতে এটার সুযোগ বেশি থাকে। দুটো মিলিয়েই আজকে হল। বড় বড় ছয় মারার জন্য টাইমিংটার দরকার পড়ে। আজকে টাইমিংটা ভালো ছিল।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের ইতিবাচক মানসিকতা নিয়েই পরিকল্পনা করতে হয় বলে মনে করেন মেহেদী মারুফ, ‘টি-টোয়েন্টি মানেই পজিটিভ থাকা, নিজের শটস খেলা। আজকে আমার দিন ছিল, ব্যাটে সহজেই এসেছে।’

সাঙ্গাকারার সঙ্গে ব্যাটিং করতে পেরে বেশ পুলকিত মেহেদী মারুফ। যদিও ব্যাটিং করার সময় খুব বেশি কথা বলেন না সাঙ্গা, ‘এইতো বড় বড় খেলোয়াড় আসছে..।ওদের কাছ থেকে শেখা, দেখা। দেখে দেখে শিখতে পারা। দেখে দেখে শিখতে পারছি, মনে হচ্ছে উন্নতি হচ্ছে। ওদের সঙ্গে কথা বললে অনেক কিছু শেখা যায়।’

ঢাকা ডায়নামাইটস সবচেয়ে তারকাবহুল দল গড়েছে। এমন দল গড়েও শিরোপা জিততে না পারলে এটা দুর্ভাগ্য ছাড়া অন্য কিছু নয়। এ প্রসঙ্গে মেহেদী মারুফ বলেছেন, ‘সাঙ্গাকারা, মাহেলা, ব্রাভো, রাসেল, এদের মতো বিশ্বমানের খেলোয়াড় আছে। টি-টোয়েন্টিতে এরা সেরা। এদের থেকে সেরা কোনও ক্রিকেটার কোনও দলের নেই। ওদের সঙ্গে আমাদের ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেক, নাসির, সাকিব মিলেও যদি শিরোপা জিততে না পারি। তাহলে এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্যের। আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন। আমরা এবার এই শিরোপা জিততে চাই।’

স্কোর বোর্ডে টার্গেট কম থাকলেও শুরুতে এতটা আক্রমণাত্মক থাকার কারণ কী ছিল? এমন প্রশ্নে ঢাকার এই ওপেনার বলেছেন, ‘হ্যাঁ, সুজন ভাই আগেই বলে দিয়েছিলেন- নিজের খেলা খেলবি, সেরা ক্রিকেট খেলবি। প্রথম বলে আউট হলেও কোনও সমস্যা নেই। তুই তোর খেলা খেলবি। তুই এক প্রান্ত থেকে খেলে যাবি-আমি এটাই প্রয়োগ করেছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top