সকল মেনু

শিক্ষার্থীদের মূল কাজ হচ্ছে লেখা-পড়া করা- শেখ রফিকুল ইসলাম

unnamedচান মিয়া, ছাতক,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের মূল কাজ হচ্ছে লেখা-পড়া করা। জ্ঞানার্জন করে মানবিক গুনাবলীর উৎকর্ষতা সাধন করে আলোকিত মানুষ হিসেবে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক মনোবৃত্তি তৈরী করে বাংলাদেশের নেতৃত্বের ভার বর্তমান শিক্ষার্থীদের গ্রহণ করতে হবে। সভায় তিনি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাদক বাল্য বিয়েসহ সকল সামাজিক অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য সকল শিক্ষার্থীদের আহবান জানান। সোমবার গোবিন্দগঞ্জ অনার্স কলেজে পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ও গভর্ণিং বডির সদস্য বাবু তাপস দাস পুরকায়স্থ, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, মুজিবুর রহমান, উপাধ্যক্ষ মো. মহী উদ্দিন, অধ্যাপক কানন বালা রায়, অধ্যাপক রমেন্দু বিকাশ দে, সুধাংমু কুমার চন্দ, তৈমুছ আলী, রতিলাল রায়, শাহ শফিকুল আলম, বরণ কুমার চৌধুরী, কৃপাসিন্ধু দাস, জান্নাত আরা খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top