সকল মেনু

তারেকের বিরুদ্ধে সাজা পরোয়ানা

tareq_43496হটনিউজ২৪বিডি.কম : সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এ মামলা পরিচালনাকারী বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল জানান, আপিল বিভাগে হাইকোর্টের দেয়া সাজার আদেশের বিরুদ্ধে তারেক রহমানের আবেদন খারিজ হয়। ফলে হাইকোর্টের দেয়া সাজার আদেশ বহাল থাকে। তিনি জানান, আপিল বিভাগের ওই আদেশের কপি বিচারিক আদালত আসে। নথিসূত্রে এ মামলায় তারেক রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে এ সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করাতে যান তারেক রহমান। আদালত আদেশ দিলেও ফিরে না আসায় তাকে পলাতক দেখিয়ে এই মামলার রায় ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top