সকল মেনু

সারিয়াকান্দিতে ভাঙন, যমুনার পানি ঢুকছে জনপদে

image_5341620130724123104হটনিউজ২৪বিডি.কম,বগুড়া: সারিয়াকান্দিতে নির্মাণাধীন বাঁধ ভেঙে গেছে। যমুনার পানি ঢুকে পড়ছে জনপদে। শঙ্কায় প্রহর গুনছেন ভাঙন কবলিত অর্ধশতাধিক গ্রামের হাজারো মানুষ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাঁধ ভেঙে যমুনার পানি প্রবেশ করছে কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা ও ভেলাবাড়ি ইউনিয়নের ৫৩ টি গ্রামে। ফলে ক্রমেই পানিবন্দি হয়ে পড়ছেন গ্রামের মানুষ।

বুধবার ভোর ৪ টার দিকে সারিয়াকান্দির তালুকদার পাড়ায় বাঁধটির ৪০ মিটার ভেঙে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
তবে পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের খুব একটা তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার জানান, ‘আমি সাইডে ছিলাম। ভোরে বাঁধ ভেঙে যাওয়ার পরে চলে আসি। ঠিকাদারের ড্রেজারটি সাইডে রয়েছে। পানির গতি কমে গেলে পুনরায় নির্মাণ কাজ শুরু করা হবে।’
জানা গেছে, গেল বছর সেপ্টেম্বরেও একই স্থানে বাঁধটি ভেঙে গিয়েছিল।

ওই বছর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয়।

এলাকাবাসী জানান, গত মে মাসে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। চলে ঢিমে তালে। বুধবার ভোরে কুতুবপুর পয়েন্টে নির্মাণাধীন বাঁধটি ভেঙে যায়।

এলাকাবাসী জানান, খালের মুখে আগেই বাঁধ নির্মাণ কাজ করা উচিত ছিল। কিন্তু আকষ্মিক পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধটি ভেঙে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top