সকল মেনু

কুড়িগ্রামে স্বাস্থ্য সেবা নিয়ে কর্মশালা

kotalipara photo 1ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রামঃ‘স্বাস্থ্য সেবা পেতে জনগনের ব্যয় কমানো রাষ্ট্রের দায়িত’¡ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার কুড়িগ্রাম সদর হাসপাতালের ডক্টরস ক্লাবে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সরকার ইতি মধ্যে গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে মানুষের দোরগোরায় স্বাস্থ্য সেবা পোঁছে দিচ্ছে। এ কার্যক্রমের আরো বিস্তার ঘটনানোর দাবি জানানো হয়। সিভিল সার্জন লোকমান হাকিমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় জেলা ও উপজেলার চিকিৎসক, নার্স, সাংবাদিক, উন্নয়ন কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগহন করেন। উবীনীগ ও স্থানীয় এনজিও এএফএডি সহায়তায় কর্মশালায় বক্তব্য রাখেন ডাঃ নাসির উদ্দিন, ডাঃ অজয় কুমার, ডাঃ সুদীপ কুমার বোস, তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার, সাংবাদিক আহসান হাবীব নীলু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু , এএফএডির নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমিন, উবীনীগ প্রতিনিধি পলাশ বড়াল প্রমুখ।

বক্তারা আলোচনায় ইউনিভারসেল হেলথ কভারেজ ও রাষ্ট্রিয় বাজেট বরাদ্দে জনগনের স্বাস্থ্যসেবা নিয়ে জোড়ালো আলোচনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top