সকল মেনু

আজ রুয়েটের ভর্তি পরীক্ষা : ৮৭৫ আসনে ৮০২০ পরীক্ষার্থী

ruet_41037হটনিউজ২৪বিডি.কম : আজ বুধবার রাজশাহী প্রকৌশল ও কারিগরী বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশল বিভাগের প্রথম বর্ষ বিএসসি ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের নামের তালিকা রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। এছাড়া তালিকা রুয়েটের ওয়েভ সাইটেও www.ruet.ac.bd দেখা যাবে। একই সাথে পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে ভর্তি বিষয়ক সকল তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স দ্রব্যাদি ও সকল প্রকার ব্যাগ বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এবছর ১৪টি বিভাগের জন্য ৮৭৫টি আসনের বিপরীতে ৮ হাজার ২০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৬ নভেম্বর প্রকাশিত হবে। কর্তৃপক্ষ পরীক্ষাচলাকালীন সময়ে ক্যাম্পাসে সকল প্রকার মিছিল, সমাবেশ, সভা, সমবেত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top