সকল মেনু

১৬ বছর বয়সেই এয়ারক্রাফট পাইলট

20_39635আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : মাত্র ১৬-এ পা দিলেন। বাইক চালানোর লাইসেন্স এখনও নেই। কিন্তু বিমান চালানোর লাইসেন্স পেয়ে গেছেন ১৬ বছর বয়সেই। গতকাল সোমবার সন্ধ্যায় ২০ মিনিট শহরের আকাশে এয়ারক্রাফট চালাল ভারতের গুজরাটের কিশোরী ভারিজা শা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাতকারে ভারিজা জানিয়েছেন, ‘আমার জীবনের সেরা জন্মদিনের উপহার পেলাম আজ। সেসনা ১৫২ চালানোর অভিজ্ঞতা অনন্য। উপর থেকে গোটা শহরটা দেখতে পাচ্ছিলাম। বেশ খানিকটা উঁচুতে উঠে আমার প্রশিক্ষক প্লেনের কনট্রোল আমার হাতে ছেড়ে দেন। গতি ঠিক রাখার জন্য ইনস্ট্রাক্টর আমাকে নির্দেশ দেয়। অধিক উচ্চতায় নিয়ন্ত্রণ রাখারও নির্দেশ দেওয়া হয়।’

অষ্টম শ্রেণি থেকেই বিমান ওড়ানোর প্রতি ঝোঁক ছিল ভারিজার। তিনি বলেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সেখান থেকেই আমি অনুপ্রেরণা পাই। আমার মা-বাবা সব সময়ে আমার পাশে থেকে সাহস দিয়েছেন।’’

গত বছর গুজরাট ফ্লায়িং ক্লাবে নাম লেখায় ভারিজা। নবম শ্রেণির ছাত্রী ভারিজার এখন একমাত্র লক্ষ্য ভারতীয় বিমান বাহিনীর পাইলট হওয়া। গুজরাট ফ্লাইং ক্লাবের প্রধান ইনস্ট্রাকটর গ্রুপ ক্যাপ্টেন চার্লি উইয়ার বলেন, ‘এখন থেকে নিয়মিত বিমান ওড়াতে হবে ভারিজাকে। তবেই ও অভিজ্ঞ হয়ে উঠবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top