সকল মেনু

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় ২৫ বন্দির মৃত্যু

brazil20161017114112হটনিউজ২৪বিডি.কম : ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি জনাকীর্ণ কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৫ বন্দির মৃত্যু হয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাত জনের শিরশ্ছেদ করা ছিল এবং ছয় জনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।

রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিসতার ওই কারাগারে বন্দিদের স্বজনরা দেখা করতে এসেছিল। স্বজনদের সঙ্গে বন্দিদের সাক্ষাতের সময়ই ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, দাঙ্গার সময় ১শ’র মত বন্দিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ওই বন্দিদের উদ্ধার করা হয়েছে এবং দাঙ্গাও থামানো সম্ভব হয়েছে।

৭শ’ বন্দি ধারণ ক্ষমতা রয়েছে ওই কারাগারের। কিন্তু বর্তমানে কারাগারটিতে ১ হাজার ৪শ’ বন্দি রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top