সকল মেনু

ছাতকে ৬০চাষীকে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ

unnamed চান মিয়া, ছাতক,সুনামগঞ্জ: সিলেট অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৬০চাষীকে একদিনের উন্নত প্রশিক্ষণ কর্মসূচি পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার সাহা, জেলা অতিক্তি প্রশিক্ষণ অফিসার মীর বজলুর রশীদ, এএসপিপি হামিদুর রহমান, দক্ষিণ খুরমা ইউপি সদস্য আব্দুল আলিম, আ.লীগ নেতা আব্দুল মুকিত বকুল, যুবলীগ নেতা কাওছার আহমদ, ব্যবসায়ি রজব উদ্দিনসহ প্রশিক্ষণার্থী চাষীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী চাষীকে এক কেজি করে সরিষা বীজ, ১০টি করে মাল্টা, লেবু, ৬টি পেয়ারা গাছসহ ৬জন চাষীকে সার্টিফিকেট প্রদান করা হয়। সিলেট অঞ্চলে পতিত জমিকে আবাদের আওতায় আনয়নের লক্ষ্যে চাষীদের পানি কম লাগে এমন প্রযুক্তি হাতে কলমে শিক্ষা দেয়া হয়। পাশাপাশি পতিত জমিতে শাক-সবজি, গম, ভূট্টা ও সরিষা চাষের উপর গুরুত্ব দেয়া হয়। প্রত্যেকটি বাড়িতে চাহিদা অনুযায়ী ফলমূল, কাঠের গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top