সকল মেনু

বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে রাশিয়ান প্রতিনিধি দল

Ishurdi Ruppur -01খাইরুল ইসলাম বাসিদ, পাবনা:পাবনার ঈশ্বরদীর রূপপুর পরমানু বিদ্যুৎ প্রকল্প এলাকা পিরিদর্শন করেছেন রাশিয়ার উচ্চ মতাসম্পন্ন ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

প্রকল্প এলাকায় প্রাথমিক উন্নয়ন কাজের সুবিধাজনক স্থান বাছাই, বিদ্যমান অবকাঠামো সমুহ চিহ্নিতকরণ, প্রকল্প এলাকায় ফেন্স মাউন্টিংসহ নানা বিষয়ে সরেজমিন খোঁজ-খবর নিতে সোমবার প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এ সময় রাশিয়ার পরমানু শক্তি কমিশনের ডেপুটি ডাইরেক্টর মিঃ ভি ভি সেনোডভ্, ডেপুটি চীফ ইঞ্জিনিয়ার ই এন ভিডেনেভ, চীফ প্রজেক্ট ইঞ্জিনিয়ার আইভি সুলইয়াক ছাড়াও সেদেশের পরমানু বিশেষজ্ঞদের মধ্যে উলেখযোগ্য আরো ৮ জনসহ মোট ১২ জন উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল এলাকা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের জানান আগামী আগষ্টের প্রথম সপ্তাহে ২শ জনের একটি বিশেষজ্ঞ দল মাঠ পর্যায়ে কাজ শুরু করবে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top