সকল মেনু

কুড়িগ্রামে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু

unnamedডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের খাসিরভিটা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা, ছেলে, ও পুত্রবধুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পল্লীবিদ্যুৎ এর পার্শ্ববর্তী বাড়ীর বিদ্যুৎ লাইন থেকে সংযোগ নিতে গিয়ে ছেলে ছাইফুর রহমান (২৫) বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় মা ছবিরন বেগম(৪২) ও পুত্রবধু মমতাজ বেগম (২০) তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে এসে তাদের ৩ জনকে মৃত অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছাইফুর রহমান জয়মনির হাট ইউয়িনের খাসির ভিটা গ্রামের আজিজার রহমানের পুত্র বলে যানা গেছে। এব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির কারনে মাটিতে পানি জমে ছিল। পাশ্ববর্তী লাইন থেকে সংযোগ নেয়ার সময় হাত থেকে তার পানিতে পরে যায়। এতে তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চামটারপাড় গ্রামের বৃষ্টির পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ফরিদ (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাড়ির পাশে খেলতে গেলে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়। নিহত ফরিদ চামটারপাড় গ্রামের মকবুল হোসেনের পুত্র বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top