সকল মেনু

ভোলায় বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ

unnamedমেহেদী হাসান তানজীল,ভোলা জেলা প্রতিনিধি : যুবকদের বেকারত্ব দুরীকরন ও আত্মকর্মস্থান তৈরির লক্ষ্যে ভোলায় যুব উন্নয়ন  অধিদপ্তরের অধীনে চলছে কম্পিউটার প্রশিক্ষণ। জুলাই মাস থেকে শুরু করে ৬মাস ব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ চলছে। কালিনাথ রায়ের বাজার জেলা যুব উন্নয়ন  অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ে প্রশিক্ষণ  দেয়া হয়।ধারাবাহিক ভাবে প্রতি বছরের ন্যায়  এবারো   চলছে ৩৭তম কোর্স। সরেজমিনে দেখা যায়,ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ের  কম্পিউটার ল্যাবে ৭৪ জন প্রশিক্ষনার্থীদের মাঝে দৈনিক ৪ব্যাচে যুগোপযোগী ব্যাসিক  কম্পিউটার প্রশিক্ষণ দেন মো: মোতাহার হোসেন। এব্যাপারে ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো:মোস্তাক উদ্দিন বলেন,দেশের যুবকদের বেকারত্ব দুরীকরনের লক্ষ্যে  বর্তমান সরকারের নির্দেশনায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে   বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।১৮ থেকে ৩৫ বছরের বেকার যুবকরাই প্রশিক্ষণ নিতে পারবে। শিক্ষিত বেকার যুবকরা প্রশিক্ষণ নিয়ে নিজেই কাজের ক্ষেত্র তৈরি করে নিতে পারেন। স্ব-স্ব কাজের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্যও এসব কোর্স সহায়ক। তিনি আরো বলেন, প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান মূলক প্রকল্পে সহজ শর্তে যুব ঋণপ্রাপ্তির সুযোগ রয়েছে। এক বছর মেয়াদি ঋণপ্রাপ্তির পর সফলতার ভিত্তিতে সর্বোচ্চ তিনবার ঋণ পাওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top