সকল মেনু

চলে গেলেন অস্কার জয়ী বিখ্যাত পরিচালক আন্দ্রেই ভাইদা

an_38435বিনোদন ॥ হটনিউজ২৪বিডি.কম : চলে গেলেন অস্কারজয়ী পলিশ পরিচালক আন্দ্রেই ভাইদা। বয়স হয়েছিল ৯০ বছর। আন্দ্রেই ভাইদা-র মৃত্যুতে শোকের ছায়া তামাম চলচিত্র দুনিয়ায়।

সিনেমায় অসাধারণ অবদানের জন্য ২০০০ সালে সাম্মানিক অস্কারে ভূষিত করা হয় আন্দ্রেই ভাইদাকে। ৬০ বছরের দীর্ঘ পেশার জীবনে মোট ৪০টি ছবি তৈরি করেছেন ভাইদা। এরমধ্যে নাত্‍‌সি আমলে যুদ্ধবিধ্বস্ত পোল্যান্ড ও কমিউনিস্ট ইতিহাসের উপর তৈরি তার ট্রিলজি ‘আ জেনারেশন’ (১৯৫৪), ‘ক্যানাল’ (১৯৫৬) ও ‘অ্যাশেস অ্যান্ড ডায়মন্ডস’ (১৯৫৮) উল্লেখযোগ্য অবদান।

পরিচালক আন্দ্রেই ভাইদার বিখ্যাত উক্তি, পরমেশ্বর একজন পরিচালককে দু’ধরনের চোখ দিয়েছেন। একটা চোখ ক্যামেরায় রাখার জন্য, অপরটি চারপাশে কী ঘটছে, সে বিষয়ে সজাগ থাকার জন্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top