সকল মেনু

ছাতকের আরেক শীর্ষ জঙ্গি বাবলু গাজীপুরে নিহত

unnamed চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ: গাজীপুরে গত ৮অক্টোবর আইনশৃংখলা বাহিনীর অভিযানে আকাশসহ নিহত ৯জঙ্গির মধ্যে একজন হচ্ছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ডিমকা (মনিরজ্ঞাতি) গ্রামের মতিউর রহমান ওরফে ময়না শাহ ও হোসনেআরা বেগমের পুত্র সাইফুর রহমান ওরফে বাবলু (২৫)। তার পিতা ময়না শাহ জঙ্গি পুত্রের লাশ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। সে দীর্ঘদিন থেকে তার বাল্যবন্ধু আব্দুল বাছিত (২৩)সহ ঢাকায় অবস্থান করছিল। বাছিত স্থানীয় সেনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র। সে এখনও নিখোঁজ রয়েছে। গাজীপুরের পাতারটেকের অভিযানে নিউ জেএমবির সামরিক কমান্ডার আকাশসহ সাত জঙ্গি ও একই এলাকার হাড়িনালে আরো দু’জঙ্গিসহ নিহত হয়। ডিএমপির নিউজ পোর্টালে ৭জঙ্গির ছবি প্রকাশের পর ছাতকের সাইফুর রহমান ওরফে বাবলু নামের নিহত এক জঙ্গির নাম পরিচয় জানা যায়। এনিয়ে ছাতকে অর্ধডজনের বেশী জঙ্গির খুজ মিলেছে। বাবুলের নাম পরিচয় জানার পর সারা দেশের ন্যায় জঙ্গি আস্তানা হিসেবে ছাতকে ও ব্যাপক হৈচৈ শুরু হয়। দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির বিষয়টি জেনেছেন বলে জানান। তবে এলাকাবাসী বলছেন নিহত জঙ্গিদের প্রকাশিত ছবিতে বাবলুও রয়েছে। স্থানীয় ইউপি সদস্য সুহেল আহমদ জানান, সাইফুর রহমান ওরফে বাবলু দীর্ঘদিন থেকে ঢাকায় লেখাপড়া করছে। তার পিতা ময়না শাহ জঙ্গি পুত্রের লাশ গ্রহণ করবেন না বলেও জানান। তবে সে কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত কি না তা- জানা যায়নি। অবশেষে গাজীপুরে বাবুল নিহত হওয়ার পর সে জঙ্গি ছিল এ তথ্য বেরিয়ে পড়ে। এরআগে গত ২৪আগষ্ট সরকারের পুরষ্কার ষোষিত শীর্ষ জঙ্গি ছাতকের মঈনুল হাসান শামীম ওরফে সিফাতকে টঙ্গী পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ আশেক সুজা মামুন জানান, গাজীপুরে নিহত জঙ্গিদের মধ্যে ছাতকের সাইফুর রহমান ওরফে বাবলু নামের একজন রয়েছে বলে এলাকাবাসী জানাচ্ছেন। তবে ডিএনএ টেষ্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top