সকল মেনু

কুড়িগ্রামে কর্মশালা অনুষ্ঠিত

 unnamedডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মানবিক প্রক্রিয়া এবং সহায়তার সক্ষমতা বিশ্নেষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিদেব যুব সমাজ কল্যান সমিতি ও জেলা প্রশাসন যৌথ ভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান, জেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা আব্দুল মোত্তালেব মোল্লা, অক্সফাম বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সুমন দাস, কোর্ডিনেটর সঞ্জনা দাস, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু , মহিদেব যুব সমাজ কল্যান সমিতির পরিচালক শ্যামল কুমার রায়।
কর্মশালায় জবাব দিহিতার কাঠামোতে একমত পোষন, মানবিক কার্যক্রমের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তথ্য সরবরাহ এবং সমন্বয় বৃদ্ধি সহ বেশ কিছু সুপারিশ মালা তুলে ধরা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top