সকল মেনু

কোচের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্র নিহত, আহত-২

 unnamedমোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকাগামী দিবাকালীন এক কোচের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্র মোঃ  ফাহিম (১০) নিহত হয়েছে। আহত হয়েছেন ফাহিমের বাবা মোঃ নুরুন্নবী (৩৮) ও মা মোছাঃ খাদিজা বেগম (৩২)। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার ও  আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

চিরিরবন্দর থানার এসআই মোঃ ইয়াকুব আলী জানান, রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমতলী নাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিরল উপজেলার জগতপুর গ্রামের মোঃ নুরুন্নবী ভোরে স্ত্রী ও ছেলেকে সাথে নিয়ে ব্যাটারী চালিত নিজ রিক্সা ভ্যান চালিয়ে ফুলবাড়ী শ্বশুর বাড়ী যাচ্ছিলেন। পথে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমতলী নাড়িয়া বাজার এলাকায় দিনাজপুর হতে ছেড়ে আসা একটি ঢাকাগামী কোচ ভ্যানটিকে ধাক্কা দিলে  ভ্যানটি পাকা রাস্তায় উল্টে গিয়ে ঘটনাস্থলেই ফাহিম মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় নুরুন্নবী ও তার স্ত্রী মোছাঃ খাদিজা বেগমকে দিনাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি মোঃ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top