সকল মেনু

যুদ্ধ কোনও সমাধান নয় : পাক রাষ্ট্রদূত

pakistan-ambassador-to-the-_38003আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের চাপে পড়ে অবশেষে পিছু হটতে বাধ্য হল পাকিস্তান৷ শুধু পিছু হটায় নয়, বলা ভালো বোধোদয় হল পাকিস্তানের৷ গতকাল রবিবার এমনই ইঙ্গিত দিলেন অ্যামেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জ্বলিল আব্বাস জিলানি৷

এদিন পাক রাষ্ট্রদূতের মন্তব্য, যুদ্ধই কখনও বিকল্প পথ হতে পারেনা ভারত-পাকিস্তানের কাছে৷ যুদ্ধ হলে দু’দেশের প্রভূত ক্ষতি হতে পারে৷ বরং ভারত-পাক সমস্যা মেটাতে একমাত্র বিকল্প হতে পারে দ্বিপক্ষীয় আলোচনা৷ আলাপ-আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যা সমাধান করারও সম্ভব৷

এদিন বিশ্ব ব্যাংকের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যামেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত জ্বলিল আব্বাস জিলানি আরও বলেন, ‘এই মুহূর্তে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজন৷ দু’দেশের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন৷ ভারত-পাকিস্তানের জনগণের কল্যাণে কাজ করতে হবে৷ এখনও দুই দেশের অনুন্নয়ন রয়েছে৷ ফেলে, এই সমস্যাগুলি সমাধান করতে হলে যুদ্ধ নিষ্প্রয়োজন৷’

এদিন জ্বলিল আব্বাস জিলানি আরও বলেন, ‘পাকিস্তান সরকারও জানে যুদ্ধ হলে কি ক্ষয়ক্ষতি হতে পারে৷ পাক সরকার চায় না, যুদ্ধ হোক৷ আমরা আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যা সমাধান করেতে চায়৷’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top