সকল মেনু

বংলাদেশে ৮০০ কোটি ডলার পর্যন্ত ঋণ বাড়াবে এডিবি

adb_36335অর্থনীতি ॥ হটনিউজ২৪বিডি.কম : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে সরকারি ও বেসরকারি সেক্টরে ৮০০ কোটি ডলার পর্যন্ত ঋণ বৃদ্ধি করবে। একটি মজবুত বহুমুখী অর্থনীতির প্রয়োজনে এবং এ অঞ্চলে বাণিজ্য সংযোগ জোরদারে দেশের অবকাঠামো ও দক্ষতা বৃদ্ধির সহায়তায় এ ঋণ দেয়া হবে।

বৃহস্পতিবার ফিলিপাইনের ম্যানিলায় এডিবির বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় অনুমোদিত বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি (সিপিএস) ফর ২০১৬-২০২০-এ অনুযায়ী আগামী ৫ বছরের মধ্যে এই ঋণ বিতরণ করা হবে। পূববর্তী ২০১১-২০১৫ সিপিএস সময়ে এডিবি বাংলাদেশকে ৫শ’ কোটি ডলারের বেশি ঋণ দিয়েছিলো।

সিপিএস অনুমোদনের পর এডিবির বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর কাঝুহিকো হিগুচি বলেন, বাংলাদেশ তার টার্গেট অনুযায়ী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতায় দারিদ্র্য অর্ধেকে নামিয়ে এনেছে এবং দশকব্যাপী দৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যম আয়ের মর্যাদায় পৌঁছেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top