সকল মেনু

এবার ভারতে নারী ভ্রমণকারীদের কোন এপয়েন্টমেন্ট দরকার নেই

59b8941c47_36035হটনিউজ ডেস্ক : পরীক্ষামূলকভাবে ভারতীয় হাই কমিমন ই-টোকেন বা পূর্ব-সাক্ষাৎকারের তারিখ ছাড়া ভারত ভ্রমণে সক্ষম নারীদের জন্য ভারতীয় ভিসা প্রদানের স্কিম প্রবর্তন করবে। পাইলট স্কিমটি শুধুমাত্র ৩ থেকে ১৩ অক্টোবর ২০১৬ পর্যন্ত ভিসা আবেদন কেন্দ্র বাড়ি ১২, সড়ক ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২-য় চলবে। নারীরা ভারতে গমনেচ্ছু তাদের সঙ্গী পারিবারিক সদস্যদের পক্ষে ভ্রমণ ভিসা আবেদনও জমা দিতে পারবেন।
আবেদনের সময় নারী আবেদনকারী এবং ভিসাপ্রার্থী তাদের পরিবারবর্গের নিশ্চিত বিমান টিকেট থাকতে হবে (প্রবেশের সময় দেখাতে হবে)। ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই হতে হবে তবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসা আবেদন জমাদানের ৭ দিন পর।
এটি ছুটির মওসুমে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছার নিদর্শন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top