সকল মেনু

পার্বতীপুরে বাল্য বিয়ের অপরাধে বর ও কাজীর জেল

unnamedরাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুরে বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে জেল হয়েছে বর ও কাজীর। বরের জ্যাঠাকে করা হয়েছে এক হাজার টাকা জরিমানা। নারী উন্নয়ন ফোরাম দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ও পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন জানান, গতকাল সোমবার রাত ৮টায় উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিনপাড়া গ্রামের সাজ্জাদ মন্ডল তার স্কুল পড়–য়া মেয়ে দশম শ্রেনীর ছাত্রী শিরিন নাহার (১৪) এর বিয়ের আয়োজন করেন। বরযাত্রী হিসেবে এসেছিল চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের পুত্র আরিফুল ইসলাম (১৯)। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম ০ও উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সাহিদা খাতুন পুলিশ নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনুষ্ঠান থেকে মেয়ের বাবা সাজ্জাদ মন্ডল ও বরের পিতা মোজ্জাফর হোসেন পালিয়ে যান। তবে বর ও কাজী বরের জ্যাঠাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান আটককৃতদের থানায় নিয়ে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর তরিকুল ইসলামকে ৩০ দিন ও কাজী ওয়াজেদ আলীকে ৩১ দিনের জেল এবং বরের জ্যাঠা মোজাহার আলীকে এক হাজার টাকা জরিমানা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top